বন্ধ ঘরে রক্তাক্ত দেহ, গলায় গেঁথে ছিল ছুরি

3 years 10 months 1402 days 1 hours 10 minutes 28 seconds

Post by: Admin Date: 08-09-2021
নিহত জেসমিনের এক স্বজনের আহাজারি। আজ সকালে চুয়াডাঙ্গা সদর উপজেলার নতুন যাদবপুর গ্রামেছবি: প্রথম আলো
নিহত জেসমিনের এক স্বজনের আহাজারি। আজ সকালে চুয়াডাঙ্গা সদর উপজেলার নতুন যাদবপুর গ্রামেছবি: প্রথম আলো
প্রথম আলো 
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২১, ১১: ৩০

চুয়াডাঙ্গায় এক প্রবাসীর স্ত্রীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বুধবার সকালে তাঁর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করেছে পুলিশ।

নিহত নারীর নাম জেসমিন খাতুন (৩৮)। তিনি চুয়াডাঙ্গা সদর উপজেলার নতুন যাদবপুর গ্রামের হাবিবুর রহমানের স্ত্রী। হাবিবুর কুয়েতে থাকেন।
জেসমিনের ননদ রাশিদা খাতুন বলেন, তাঁর ভাই হাবিবুর ১৭ বছর ধরে কুয়েতপ্রবাসী। তাঁর দুই সন্তান। প্রথম সন্তান তাসমিন হোসেনের ২২ দিন আগে বিয়ে হয়েছে। দ্বিতীয় সন্তান আজমির হক স্থানীয় স্কুলে প্রথম শ্রেণিতে পড়ে।

গতকাল মঙ্গলবার রাতে আজমির তাঁর ফুফু রাশিদার কাছে ছিল। জেসমিন বাড়িতে একা ঘুমিয়ে ছিলেন। দিবাগত রাত দুইটায় তাঁর চিৎকারে ঘুম ভাঙে রাশিদার। দ্রুত সেখানে গিয়ে ঘরের দরজা বন্ধ পান তিনি। পরে সিঁড়িঘর দিয়ে ঘরে ঢুকে দেখতে পান, জেসমিনের রক্তাক্ত দেহ পড়ে আছে। খবর পেয়ে দ্রুত স্থানীয় সরোজগঞ্জ ফাঁড়ি থেকে একদল পুলিশ ঘটনাস্থলে যায়।

3 years 10 months 1405 days 23 hours 51 minutes 28 seconds

3 years 10 months 1409 days 21 hours 11 minutes 1 seconds

3 years 10 months 1421 days 22 hours 38 minutes 31 seconds

4 years 0 months 1463 days 19 hours 29 minutes 42 seconds