জিআই সনদ: ফজলি আম ও বাগদা চিংড়ি পাচ্ছে ভৌগলিক নির্দেশক স্বীকৃতি

3 years 8 months 1350 days 17 hours 47 minutes 37 seconds

Post by: Admin Date: 19-10-2021
ফজলি আম মৌসুমের শেষের দিকে আসে।
ফজলি আম মৌসুমের শেষের দিকে আসে।
বিবিসি বাংলা 
১৯/১০/২০২১

চাঁপাইনবাবগঞ্জের ক্ষীরশাপাতি আমের পর এবার রসালো, আঁশবিহিন, আকারে বিশাল ফজলি আম এবং কালো ডোরা কাটা বাগদা চিংড়ি খুব শীঘ্রই জিওগ্রাফিক্যাল ইনডিকেটর বা জি-আই সনদ পেতে যাচ্ছে।

সরকারের পেটেন্টস, ডিজাইন এবং ট্রেডমার্ক বিভাগের রেজিস্টার মোঃ আবদুস সাত্তার জানিয়েছেন, ফজলি আম ও বাগদা চিংড়ির জিআই পণ্য হিসেবে স্বীকৃতি দিতে গেজেট প্রকাশ করা হয়ে গেছে।
আর দিন পনেরোর মধ্যে সনদ দেবার কাজ শেষ হয়ে যাবে বলে তিনি জানান।

তিনি জানিয়েছেন, নিয়ম অনুযায়ী স্বীকৃতির জন্য আবেদন আসার পরে এই দুটি কৃষি পণ্যের ভৌগলিক নির্দেশক যাচাই করা হয়েছে, দুটি জার্নাল প্রকাশ করা হয়েছে।
এই পণ্যের নির্দেশক নিয়ে এখনো কেউ আপত্তি করেনি। জার্নাল প্রকাশের দুই মাসের মধ্যে এটি নিজেদের বলে কেউ আপত্তি না করলে সনদ দেয়া হবে বলে তিনি জানান।

ফজলি আমের জিআই সনদের আবেদন করেছিল ফল উন্নয়ন গবেষণা কেন্দ্র। আর বাগদা চিংড়ির জন্য আবেদন করে মৎস্য অধিদপ্তর।


3 years 9 months 1396 days 2 hours 4 minutes 38 seconds

3 years 10 months 1399 days 23 hours 24 minutes 11 seconds

3 years 10 months 1412 days 0 hours 51 minutes 41 seconds

3 years 11 months 1453 days 21 hours 42 minutes 52 seconds